25 C
আবহাওয়া
২:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে অটোরিকশা উল্টে কিশোরের মৃত্যু

রাউজানে অটোরিকশা উল্টে কিশোরের মৃত্যু

রাউজানে অটোরিকশা উল্টে কিশোরের মৃত্যু

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে বেকারীর মালামাল বহনকারী অটোরিকশা উল্টে মো. সোহেল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন টেকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র মতে, গত ৬-৭মাস আগে সোহেলের বাবা মারা যায়। জীবিকার তাগিদে একটি বেকারীর সেলসম্যানের চাকুরি নিয়েছিল কিশোর সোহেল। সে রাউজান উপজেলা চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহিম উল্লাহ শাহ বাড়ির প্রয়াত লোকমান হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জানে আলম।

বিএনএনিউজ/ শফিউল আলম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ