20 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মুক্তিযুদ্ধে শাহজাহান ইসলামাবাদী’র ত্যাগ অবিস্মরণীয়

মুক্তিযুদ্ধে শাহজাহান ইসলামাবাদী’র ত্যাগ অবিস্মরণীয়

দক্ষিণ চট্টগ্রামের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযুদ্ধ চলাকালীন শাহজাহান গ্রুপের কমান্ডার শাহজাহান ইসলামাবাদীর ৩৫তম মৃত্যুবার্ষিকী

দক্ষিণ চট্টগ্রামের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযুদ্ধ চলাকালীন শাহজাহান গ্রুপের কমান্ডার শাহজাহান ইসলামাবাদীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র উদ্যোগে গত ৪ ডিসেম্বর চন্দনাইশ লার্নিং সোসাইটি অডিটরিয়ামে বরকল এস.জেড. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ইউএসএ’র ক্যালিফোর্নিয়া স্টেট গভর্নমেন্ট’র ইঞ্জিনিয়ার নাসিম গণি পি.ই। চন্দনাইশ ছাত্র সমিতি’র সহ-সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় মূখ্য আলোচক ছিলেন কবি ও লেখক অভীক ওসমান।

বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজ’র ইংরেজি বিভাগের অধ্যাপক মীর কাশেম চৌধুরী, যুব উদ্যোক্তা গাজী ইসলামাবাদী, প্রবীণ শিক্ষক আবু ইউসুফ চৌধুরী, প্রাবন্ধিক আকাশ ইকবাল, আনিসুজ্জামান ইসলামাবাদী, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, শিক্ষক টিপু সুলতান, চন্দনাইশ ছাত্র সমিতি’র সভাপতি বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক আবদুল মন্নান হৃদয়, যুগ্ম সম্পাদক তৌফিক আলম জোহাদী, রবিউল হোসেন (রানা), আল শাহরিয়ার রাফি, সেকান্দর ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

সভায় ইঞ্জিনিয়ার নাসিম গণি পি.ই বলেন, মহান মুক্তিযুদ্ধে শাহজাহান ইসলামাবাদীর বিচক্ষণ সাংগঠনিক নৈপুণ্যতা অনন্য ছিল। তাঁর সম্মুখযুদ্ধে অংশগ্রহণসহ বহুমাত্রিক অবদান ও প্রাগসর ভূমিকা অবিস্মরণীয়।

অভীক ওসমান বলেন, শাহজাহান ইসলামাবাদী মুক্তিযুদ্ধের একজন ত্যাগী সৈনিক। ভারত থেকে ট্রেনিং না নেয়া সত্ত্বেও শাহজাহান ইসলামাবাদী বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামে মুক্তিযুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা, মুক্তিযোদ্ধাদের সংঘটিত করা সর্বোপরি ত্যাগী ভূমিকার ফলশ্রুতিতে তাঁকে ‘জাতীয় বীর’ ঘোষণা করা সময়ের দাবী।

ফরহাদ হোসেন বলেন, নতুন প্রজন্মকে শাহজাহান ইসলামাবাদী’র জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন ও স্বাধীনতার আকাঙ্খাসমূহ পূরণে নিরন্তর কাজ করতে হবে।

স্মরণসভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতায় বিজয়িদের পুরস্কৃত করা হয়।

বিএনএনিউজ২৪,আবু তাহের

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর