17 C
আবহাওয়া
৭:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » শীর্ষস্থান পোক্ত করলো রিয়াল মাদ্রিদ

শীর্ষস্থান পোক্ত করলো রিয়াল মাদ্রিদ

শীর্ষস্থান পোক্ত করলো রিয়াল মাদ্রিদ

বিএনএ ক্রীড়া ডেস্ক: লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পোক্ত করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৪ ডিসেম্বর) রাতে রিয়ালে অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ১৭ মিনিটে বড় ধাক্কা খায় লস ব্ল্যাঙ্কোসরা। মাংসপেশিতে টান খেয়ে মাঠ ছেড়ে যান দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা। তবে দ্বিতীয়ার্ধে লুকা জোভিচ আর ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-০ ব্যবধানের জয় ছিনিয়ে নিয়েছে রিয়াল। এতেই লস ব্ল্যাঙ্কোসদের লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পোক্ত হয়েছে। স্পেনের শীর্ষ লিগে এই নিয়ে টানা ৬ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি, অপরাজিত রইল টানা ৮ ম্যাচ।

লস ব্ল্যাঙ্কোসদের  বিপক্ষে মাঠে নামার আগে রিয়ালে অ্যারেনায় চলতি মৌসুমে অপরাজিত ছিল সোসিয়েদাদ। ম্যাচের শুরু থেকে জয়ের জন্য খেলছিল তারা। আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়ালকে বেশ চাপে রেখেছিল সোসিয়েদাদ। তবে রিয়ালের রক্ষণভাগের দৃঢ়তায় জালের দেখা পায়নি। তাই প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় কাটে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দ খুঁজে পায় মাদ্রিদ। প্রথম মিনিটের সুযোগটা ভেস্তে গেলেও পরের মিনিটেই দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সের লাইন ধরে একটু আড়াআড়ি গিয়ে জোভিচকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফিরতি পাস পেয়ে প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

৫৭তম মিনিটে লুকা জোভিচ গোলের লিড দ্বিগুণ করে রিয়াল। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোলমুখে বাড়ান ক্যাসেমিরো। বল গোলরক্ষক বরাবর ছিল, শেষ মুহূর্তে নিচু হয়ে হেডেই লক্ষ্যভেদ করেন গত মৌসুমের শেষভাগ ধারে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে কাটিয়ে ফেরা সার্বিয়ান স্ট্রাইকার ইয়োভিচ। ২০২০ সালের ফেব্রুয়ারির পর রিয়ালের জার্সিতে এটিই তার প্রথম গোল।

নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে ব্যবধান আরও বাড়াতে পারতেন ভিনিসিয়াস। নিজেদের ডি-বক্সের বাইরে থেকে মিলিতাওয়ে দারুণ থ্রু বল ধরে গতিতে সবাইকে পেছনে ফেলে সোসিয়েদাদের বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে ব্যর্থ হন তিনি। পা বাড়িয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। এতেই ২-০ গোলের জয়ে সন্তুষ্ট থাকতে হয় রিয়াল মাদ্রিদকে।

১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্র এবং এক হারে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল বেতিস।

এদিকে, আরেক ম্যাচে ঘরের মাঠে মায়োর্কার কাছে ২-১ গোলে হেরে যাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে তারপরেই ১৬ ম্যাচ খেলা রিয়াল সোসিয়েদাদ। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে রায়ো ভায়োকানো। বার্সেলোনা ২৩ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে অবস্থান করছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ