18 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রেডকিনের স্মৃতিস্তম্ভে মেয়র ও রাশিয়ান রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন

রেডকিনের স্মৃতিস্তম্ভে মেয়র ও রাশিয়ান রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন


বিএনএ, চট্টগ্রাম : মহান স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার ও পাকিস্তানি সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন উদ্ধার করতে গিয়ে ১৯৭৩ সালের ১৩ জুলাই সোভিয়েত উদ্ধারকারী নৌবাহিনীর নাবিক ইউরিজ রেডকিন বিস্ফোরণে প্রাণ হারান। পরে বাংলাদেশ-রাশিয়া সরকারের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ইউরিজ রেডকিন এর দেহ চট্টগ্রাম বন্দরের মোহনার কাছে কর্ণফুলী নদীর তীরে সমাহিত করা হয়।

শনিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযুদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর ও রাশিয়ান রাষ্ট্রদূত Alexander Mantytski চট্টগ্রাম লালদীঘিস্থ ইউরিজ রেডকিন এর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে চসিক মেয়র বীর মুক্তিযুদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী টাইগারপাস এর ‍অস্থায়ী চসিক ভবনে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর রুমকি সেন গুপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমূখ।
বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ