22 C
আবহাওয়া
৫:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের হাজারী গলিতে পুলিশের ওপর হামলা, আহত ৬

চট্টগ্রামের হাজারী গলিতে পুলিশের ওপর হামলা, আহত ৬

চট্টগ্রামের হাজারী গলিতে পুলিশের ওপর হামলা, আহত ৬

চট্টগ্রাম: চট্টগ্রামের হাজারী গলি এলাকায় ফেসবুকে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ নভেম্বর) সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসকন সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করার পর সৃষ্ট উত্তেজনা থেকে সংঘর্ষ শুরু হয়। বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের বিক্ষোভের পর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে যৌথবাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো হয়, এতে ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম শহরের হাজারী গলির মিয়া শপিং সেন্টারের ব্যবসায়ী ওসমান গণি তার ফেসবুক প্রোফাইলে ইসকন সম্পর্কিত একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন, যাতে কুরুচিপূর্ণ মন্তব্য ছিল বলে অভিযোগ। এ ঘটনায় কিছু ব্যক্তি ওসমান গণির দোকান ভাঙচুর এবং তাকে আক্রমণের চেষ্টা করে। পুলিশ এবং সেনাসদস্যরা তাদের নিবৃত্ত করতে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের এক পর্যায়ে দুর্বৃত্তরা যৌথবাহিনীর ওপর এসিড নিক্ষেপ করে, যার ফলে পুলিশ সদস্য ফয়েজসহ আরও পাঁচজন আহত হন। এ ঘটনায় বাকি পাঁচজন পুলিশ সদস্য ইট-পাথরের আঘাতে সামান্য আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানিয়েছেন, “হাজারী গলির ব্যবসায়ী ওসমান গণির শেয়ার করা ফেসবুক পোস্ট নিয়ে কিছু লোকজন সংক্ষুব্ধ হয়ে তাকে আক্রমণের চেষ্টা করে। পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।”

বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটিতে সতর্ক অবস্থানে রয়েছেন।

বিএ নএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ