বিএনএ, খাগড়াছড়ি : দীর্ঘ এক মাস ১২ দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য সাজেক ভ্যালির দুয়ার খুলছে আজ থেকে। মঙ্গলবার (৫ অক্টোবর) খাগড়াছড়ির জেলা প্রশাসক জানিয়েছেন আজ থেকে পর্যটকরা খাগড়াছড়ির সকল পর্যটন স্থান গুলোয় ভ্রমণ করতে পারবেন ।
পর্যটকরা সাজেকও যেতে পারবেন । জেলা প্রশাসকের এ ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায় জড়িত সংশ্লিষ্টরা।
এতে করে দীর্ঘ এক মাস পর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র গুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। এদিকে পর্যটন ব্যবসায় সংশ্লিষ্টরা খাগড়াছড়িতে আগত পর্যটকদের জন্য বিভিন্ন ছাড়সহ আগত পর্যটকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন।
খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় স্বস্তি ফিরেছে খাগড়াছড়ির পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের। সম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলের পাহাড়ী বাঙ্গালী এবং আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে সংঘাতের কারণে প্রশাসনের পক্ষ থেকে তিন পার্বত্য জেলায় ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে।
পরবর্তীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক হওয়ায় গত ১ নভেম্বর রাঙ্গামাটি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় হয়। আজ ৫ নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়ির সকল পর্যটন স্থানগুলো ভ্রমণ করতে পারবেন জানিয়ে দেয় স্থানীয় প্রশাসন।এদিকে খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকরা সাজেকেও এখন থেকে ভ্রমণ করতে পারবেন।
অপরদিকে খাগড়াছড়িতে পর্যটকের বিধি নিষেধ তুলে দেয়ায় পর্যটকদের বরণ করতে প্রস্তুত এ কথা জানিয়েছে স্থানীয় পর্যটন ব্যবসায়ী, যানবাহন চালক ও স্থানীয়রা ।
খাগড়াছড়ির স্থানীয় হোটেল ব্যবসায়ী মোঃ সাগর জানান দীর্ঘদিন পর্যটন ব্যবসা বন্ধ থাকায় পুরো খাগড়াছড়িতে ৫০ কোটি টাকার উপরে লোকসান হয়েছে ।
খাগড়াছড়ি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার উত্তম কুমার মজুমদার জানান পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে খাগড়াছড়ির পর্যটন উদ্যোক্তারা। সরকারি- বেসরকারী পর্যটন কেন্দ্র গুলোতে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণ করতে আসা পর্যটকদের আতিথেয়তা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান পর্যটকদের আগমনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ খাগড়াছড়ি উপ পরিদর্শক নিশাত রায় জানান , আগের মতই পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ।
পর্যটন কেন্দ্রগুলোতে সাবর্ক্ষণিক টহল দেয়া হবে । দুর্গম এলাকার পর্যটন কেন্দ্রে গিয়ে কোন সমস্যায় পরলে মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে এ কর্মকর্তা
স্থানীয়দের প্রত্যাশা পাহাড় আর প্রাকৃতিক ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন পর্যটন শহর খাগড়াছড়িতে ।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী
Total Viewed and Shared : 1 18 , 18 views and shared