।। এইচএম ফরিদুল আলম শাহীন ।।
বিএনএ, কক্সবাজার: দোহাজারি থেকে কক্সবাজারে এসে পৌঁছাল ট্রেন। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৮টি বগি নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হয়ে কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছায় একটি ট্রেন। মূলত রেললাইনের ত্রুটি নির্ণয়ের জন্য প্রথমবারের মতো পর্যবেক্ষণ দল নিয়ে কক্সবাজার এসেছে ট্রেনটি। এ যাত্রায় নির্মাণাধীন দোহাজারি-কক্সবাজার রেললাইন ও বিভিন্ন স্টেশন পরিদর্শন করছেন রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে ট্রেন আসার খবর পেয়ে এক নজরে ট্রেন দেখার জন্য কক্সবাজার আইকনিক রেলস্টেশনে ছুটে আসেন শতশত মানুষ। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেল স্টেশনে ট্রেন দেখার জন্য শতশত মানুষ অপেক্ষা করেন। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় কক্সবাজারবাসী দেখা পেল রেলের।
সাইদ মোহাম্মদ আলী বলেন, সকাল থেকে ট্রেন দেখার জন্য কক্সবাজার আইকনিক রেল স্টেশনে এসে বসে আছি। সকাল গড়িয়ে সন্ধ্যার কিছু সময় পর অবশেষে সেই কাঙ্খিত রেলের দেখা পেলাম। সকাল থেকে অপেক্ষা করতে করতে ক্লান্ত হলেও সন্ধ্যায় যখন রেলের দেখা পাই, তখন খুব ভাল লেগেছে।
কলেজছাত্র মিজান বলেন, ট্রেন আমাদের জন্য স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হলো। নিজ এলাকায় ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পেয়ে খুব ভালো লাগল।
রেল স্টেশনে ট্রেন দেখতে আসা রমিজ রাজা বলেন, আমার বয়স অনেক হলেও কখনও ট্রেনে ওঠার সুযোগ হয়নি। কারণ আমাদের বেশিরভাগ যাতায়াত চট্টগ্রামে। এর বাইরে আমাদের কোনো কাজও নাই। কখনও ঢাকায় যাইনি, তাই ট্রেনেও উঠা হয়নি। তবে ট্রেনে উঠা আমার অনেকদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। আজ নাতি-নাতনীদের নিয়ে ট্রেন দেখতে চলে আসলাম। খুব ভালো লাগছে।
কক্সবাজার রেলওয়ে স্টেশনে ট্রেন দেখতে আসা মরিয়ম বেগম বলেন, দাদার কাছ থেকে শুনেছিলাম কক্সবাজারে ট্রেন আসবে। আজ সেটি সত্যি হলো। প্রথমবার ট্রেন দেখে ছবি তোলার লোভ সামলাতে পারিনি।
জানা গেছে, নবনির্মিত রেল লাইনের নির্মাণ কাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কিনা যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার রুটে একটি বিশেষ ট্রেন পরিচালনা করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৮ টায় বিশেষ ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনটিতে রেলওয়ে পরিদর্শন বিভাগের একটি বিশেষ টিম রয়েছে। তারা দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন এবং বিভিন্ন স্টেশন পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটিতে ছিলেন রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা। তারা কক্সবাজারে অবস্থান করবেন। ৬ নভেম্বর ওই টিম কক্সবাজার রেল স্টেশন ইয়ার্ড পরিদর্শন করবেন। ৭ নভেম্বর সকাল ৭টায় টিমটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে।
দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন বলেন, চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি), বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পৃথক দুইভাগে কাজটি করছে। এতে অনেক শ্রমিক রাতদিন কাজ করে আইকনিক স্টেশনসহ রেল লাইনের কাজ শেষ করেন।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, রোববার সকালে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে গিয়ে সন্ধ্যায় কক্সবাজার এসেছে ট্রেনটি। ট্রেনটিতে পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা ছিলেন। এ যাত্রায় নির্মাণাধীন দোহাজারি-কক্সবাজার রেললাইন ও বিভিন্ন স্টেশন পরিদর্শন করা হচ্ছে। উদ্বোধনের আগে খুঁটিনাটি সব বিষয় পর্যবেক্ষণ করবেন বাংলাদেশ রেলওয়ের ইন্সপেকশন টিম।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, ১৮ হাজার কোটি টাকার বিশাল এই কর্মযজ্ঞের কাজ শুরু হয় ২০১৮ সালে। ঢাকা থেকে সাত ঘণ্টা আর চট্টগ্রাম থেকে আড়াই ঘণ্টা সময় লাগবে কক্সবাজার যেতে। ঢাকা থেকে রাত ৯টা ১০ মিনিটে যাত্রা শুরু করে সকাল সাড়ে ৬টায় কক্সবাজারে পৌঁছাবে। কক্সবাজার থেকে দুপুর ১টায় যাত্রা করে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় ফিরবে।
আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর পহেলা ডিসেম্বর থেকে বাণিজ্যিক যাত্রা শুরু হবে।
বিএনএনিউজ/ বিএম