বিএনএ, চট্টগ্রাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে অবরোধের পাশাপাশি সকাল-সন্ধ্যা হরতাল চলছে।তবে নগরীতে যানবাহন চলা স্বাভাবিক বলা চলে। দূরপাল্লার গাড়ি চট্টগ্রাম ছেড়ে যায়নি।
সকালে নগরীর পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকায় পোশাক শ্রমিকদের একটি বাসে আগুন দেয় দূর্বত্তরা। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া হরতালের সমর্থনে সকালে নগরীর চান্দগাঁও, ডবলমুরিং, পাহাড়তলী এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
হরতাল চলাকালে নগরীতে বাস, রিকশা, অটোরিকশা, টেম্পু, হিউম্যান হলারসহ গণপরিবহন চলাচল প্রায় স্বাভাবিক দেখা গেছে। ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে। ট্রেন স্বাভাবিকভাবে ছেড়ে গেছে।
নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, লালখান বাজার, কাজীর দেউড়ি, চকবাজার, আন্দরকিল্লা, নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় যানবাহনের সংখ্যা কম। তবে কোথাও কোনো প্রতিবন্ধকতা দেখা যায়নি। মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান চোখে পড়েছে।
এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা গণমাধ্যমকে বলেন, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন আছে। সতর্ক অবস্থায় রয়েছে তারা । সকাল থেকে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক রয়েছে ।
বিএনএ/ ওজি