22 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ দুই যাত্রী

২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ দুই যাত্রী

২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ দুই যাত্রী

বিএনএ, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদে (নৌ-পথে) স্পিডবোট-ইঞ্জিনবোটের মুখোমুখী সংঘর্ষে নিখোঁজ হওয়া দুই যাত্রী ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে লংগদুর কাট্টলী বিলের গাছকাটা নামক স্থানে যাত্রীবাহী স্পিডবোট ও বালুবাহী ইঞ্জিন বোটের মধ্যে এই সংঘর্ষ হয়।

এতে স্পিডবোটের ৯যাত্রীর মধ্যে আহত অবস্থায় সাত জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন দু’জন। যাত্রীরা লাইফ জ্যাকেট না পরায় এমন দূর্ঘটনা হয়েছে বলে স্থানীয়রা জানান।

জানা গেছে, ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। তাছাড়াও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে কাজ করতেছেন। নিখোঁজ লিটন চাকমা পেশায় শিক্ষক ও এলিনা চাকমা শিজক কলেজের অধীনে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়।

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, তাদের উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানে সকলে অংশগ্রহণ করছেন।

বিএনএ/কাইমুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ