20.7 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইরান-ইসরায়েল সংঘাত, পশ্চিমাদের না জড়াতে তেহরানের হুঁশিয়ারি

ইরান-ইসরায়েল সংঘাত, পশ্চিমাদের না জড়াতে তেহরানের হুঁশিয়ারি


বিএনএ বিশ্ব ডেস্ক :  ইরানে হামলা চালাতে পশ্চিমাদের সম্পৃক্ততার বিরুদ্ধে সতর্ক করেছেন দেশটির রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি।শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ।

আমির সাইদ ইরাভানি বলেন, যদি কোনো কোনো দেশ ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সহায়তা করে; তাহলে তেহরান ওই দেশকে ইসরায়েলের সহযোগী হিসেবে বিবেচনা করবে।

আমির সাইদ ইরাভানি মার্কিন সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া আগ্রাসনের বিরুদ্ধে। যদি কোনো দেশ আগ্রাসী ইসরাইলকে সাহায্য করে, সেই দেশটিকে অপরাধের সাথে জড়িত এবং বৈধ লক্ষ্য হিসাবে বিবেচিত হবে।

ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস (আইআরজিসি) মঙ্গলবার রাতে সামরিক অভিযানের অংশ হিসেবে তেল আবিবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিজ-২।

আইআরজিসি বলেছে, তারা হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফরউশানকে হত্যার বদলা হিসেবে ইসরাইলে হামলা চালিয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ