বিএনএ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৪ অক্টোবর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করা হয়। ডিএমপি নিউজ এসব তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: দুদক কার্যালয়ে ড. ইউনূস
আটকের সময় তাদের হেফাজত থেকে ৫৮ গ্রাম ৩০০ পুরিয়া হেরোইন, ২২৫৫ পিস ইয়াবা, ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৩২ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে।
বিএনএনিউজ/বিএম