17 C
আবহাওয়া
৭:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » চকরিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

চকরিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ


বিএনএ, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর)

বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি।

শপথ বাক্য পাঠ করেন, চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সলর, রাশেদ বেগম (১,২,৩), ফারহানা ইয়াসমিন ফোরকান(৪,৫,৬) ও আঞ্জুমান আরা বেগম (৭,৮,৯)।

সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুস শফি (১নম্বর ওয়ার্ড), সাইফুল ইসলাম (২নম্বর ওয়ার্ড), ইফতেখারুল ইসলাম হানিফ (৩নম্বর ওয়ার্ড), জাফর আলম কালু (৪নম্বর ওয়ার্ড), ফোরকানুল ইসলাম তিতু (৫নম্বর ওয়ার্ড), আবদুস সালাম (৬নম্বর ওয়ার্ড), নুরুল আমিন, (৭নম্বর ওয়ার্ড), মুজিবুল হক (৮নম্বর ওয়ার্ড) ও বেলাল উদ্দিন (৯নম্বর ওয়ার্ড)।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় চকরিয়া পৌরসভার নির্বাচন ইভিএমর মাধ্যমে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আলমগীর চৌধুরী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ