বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় করোনায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৯৪ জনের।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৫ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। এ নিয়ে টানা ১৫ দিন ধরে শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকছে।
যে ২৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। এ সময় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৩ জন। এরপর চট্টগ্রাম বিভাগে পাঁচজন। রংপুর ও সিলেট বিভাগে কারও মৃত্যু হয়নি।
এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬১৪ জনের। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০৮ জন।
বিএনএনিউজ/এইচ.এম।