বিএনএ ঢাকা: ক্লিনফিড ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিদেশি চ্যানেলের ক্লিনফিড অর্থাৎ বিজ্ঞাপনহীন সম্প্রচার বাস্তবায়নে ৬ অক্টোবর থেকে আবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী আরও বলেন, দেশে বহু চ্যানেলে ক্লিনফিড আসে। ইতোমধ্যে অনেকে সেগুলো চালানো শুরু করেছে। সবাই এগুলো চালাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, এ সংক্রান্ত শর্তাদি না মানলে ভ্রাম্যমাণ আদালতের আওতায় ব্যবস্থা নেয়া হবে। দেশ ও দেশের গণমাধ্যম শিল্পের স্বার্থে আইন কার্যকর করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্ত্রি ছড়ানোর কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে একটি কুচক্রী মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। অবশ্য তা হালে পানি পায়নি বলে জানান মন্ত্রী।
বিএনএনিউজ/আরকেসি