21 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জয়ী হতে হতে আফগানদের হার (Asia Cup 2023)

জয়ী হতে হতে আফগানদের হার (Asia Cup 2023)

Asia Cup 2023, PAK vs NEP

স্পোর্টস ডেস্ক:  এশিয়া কাপ ২০২৩ এর Afghanistan v Sri Lanka ম্যাচে ২ রানে জয় পেয়েছে শ্রীলংকা।জয়ী হতে হতে আফগানদের হার হল। শ্রীলংকার দেয়া ২৯২ রানের টার্গেটে ব্যাট করে আফগানরা ২৮৯ রান করে। গ্রুপ ‘বি’ এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে ১২ওভার ২বল খেলা বাকি থাকতে মাত্র তিন রানের জন্য শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে আফগানিস্তান। এ জয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত হলো শ্রীলঙ্কার ।

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর)পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩ টায় ম্যাচটি শুরু হয়। এ জয়ে শ্রীলঙ্কা  ছয় জাতি ইভেন্টের সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করলো।

বাংলাদেশের সাথে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে গ্রুপ লিডার হিসেবে শ্রীলঙ্কার শুধু একটি জয় দরকার ছিল।তা সৌভাগ্যক্রমে পেয়ে গেল তারা।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৮ উইকেটের বিনিময়ে ২৯১ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তান  ৩৫.৩ ওভার খেলে ৭ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করেছে। আফগান দলের আফগান অধিনায়ক হাসমত উল্লাহ ৬৬ বলে ৬৯ রান, মোহাম্মদ নবী ৩২বলে ৬৫ রান, গুলবাদিন ১৬ বলে ২২ রান, রহমত ৮ বলে ৪ রান, ইব্রাহিম ১৪ বলে ৭ রান, করিম জানাত ১৩ বলে ২২ রানে আউট হন। আফগানিস্তানের শেষ ২ ব্যাটসম্যান কোন রান নিতে পারায় এ পরাজয় ঘটেছে। দুজনেই তিনবল করে ছয় বল খেলেছেন। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস।

শ্রীলংকার কাসান রাজিতা ৭৯রানে ৪ উইকেট, ধনঞ্জয় ডি সিলভা ও  ধুনিত ২টি করে উইকেট, মহেশ ও মাতিশা একটি করে উইকেট পান।

বিএনএনিউজ২৪,Asia Cup 2023, জিএন

Loading


শিরোনাম বিএনএ