16 C
আবহাওয়া
৭:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মহানবীকে নিয়ে কটূক্তি : জামিন পেয়ে তওবা করলো আসামি

মহানবীকে নিয়ে কটূক্তি : জামিন পেয়ে তওবা করলো আসামি

চট্টগ্রাম আদালত

বিএনএ, চট্টগ্রাম: ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল আইনে করা মামলায় ইকবাল হোসেন (৪০) নামে এক আসামি জামিন পেয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জামিন আবেদন করলে আসামির মানসিক সমস্যা বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। এরপর বাদি ও বিবাদি উভয়ে সম্মত হলে আদালতের বাইরে মাওলানার কাছে তওবা পড়েন অভিযুক্ত ইকবাল হোসেন।

ইকবাল হোসেনের বাড়ি বোয়ালখালীর কধুরখীল এলাকায়।

এ বিষয়ে জেলা পিপি ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে সামাজিক বিশৃংখলা তৈরির অভিযোগে মামলা হয়। অভিযুক্ত ব্যক্তি সিজোফ্রেনিয়া আক্রান্ত হওয়ায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন। তওবা পড়ার বিষয়টি আদালতের কার্যক্রম নয়। অভিযুক্ত ব্যক্তি ও মামলার বাদি উভয়ের অনুরোধে আদালতের অনুমতি সাপেক্ষে তাকে আদালত ভবন মসজিদের পেশ ইমামের মাধ্যমে তওবা পড়ানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১১ জুন ফেসবুক লাইভে এসে নবুয়্যত পাওয়ার ঘোষণা দিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করার অভিযোগে বোয়ালখালীর ইকবাল হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হলে তিনি গ্রেপ্তার হন। ১২ জুন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন একই উপজেলার কদুরখীল এলাকার বেলাল উদ্দীন (২৬)।

বিএনএ/ এম,এফ

Loading


শিরোনাম বিএনএ