19 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দে‌শে ফি‌রে‌ছেন লিবিয়ায় আট‌কে পড়া ১৫১ বাংলাদেশি

দে‌শে ফি‌রে‌ছেন লিবিয়ায় আট‌কে পড়া ১৫১ বাংলাদেশি

দে‌শে ফি‌রে‌ছেন লিবিয়ায় আট‌কে পড়া ১৫১ বাংলাদেশি

বিএনএ, ঢাকা: লি‌বিয়াতে  আট‌কে পড়া ১৫১ বাংলাদেশি দে‌শে ফি‌রে‌ছেন।দূতাবা‌সের প্রচেষ্টায়  আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহ‌যো‌গিতায় সোমবার (৪‌ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকা‌লে তারা দেশে পেীঁছে।

লি‌বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসান মোহাম্মদ খায়রুল বাশার প্রত্যাবাসনকৃত অভিবাসীদের সঙ্গে বেনগাজীর বেনিনা বিমানবন্দরে সাক্ষাৎ করে তাদেরকে বিদায় জানান।

দূতাবাস জানায়, স্বেচ্ছায় দেশে গমনের জন্য আগ্রহী প্রবাসীদের নিবন্ধন পূর্বক পর্যায়ক্রমে তাদেরকে আইওএম’র সঙ্গে রেজিস্ট্রেশন করা হয়। অন্যদিকে ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎপূর্বক তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইওএম’র সহযোগিতায় তাদেরকে বিনা খরচে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই লিবিয়ার রাজধানী ত্রিপলী হতে ডিটেনশন সেন্টারে আটক ১৩১ জন বাংলাদেশিকে মুক্ত করে আইওএম’র সহযোগিতায় দেশে পাঠানো হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ