20 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আগামি বছর চালু হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ 

আগামি বছর চালু হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ 

আগামি বছর চালু হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ

বিএনএ ঢাকা: আগামি বছরের শেষ দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ (কাওলা থেকে তেজগাঁও) যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ৩০ শতাংশের মতো হয়েছে বলেও জানান তিনি।

রোববার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান ওবায়দুল কাদের ।

মন্ত্রী আরও বলেন, ২০২২ সালের মধ্যে কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত কাজ শেষ হবে। বাকি কাজ শেষ হতে ২০২৩ সালের জুন মাস নাগাদ লেগে যেতে পারে। ২০১১ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়েছিল। আর্থিক সমস্যার কারণে মাঝে কিছুটা দেরি হয়েছে। তবে এখন কাজের গতি অনেক ভালো। এখন আর টাকা-পয়সার সমস্যা নেই। পুরো কাজ শেষ হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমবে। পাশাপাশি জিডিপিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ধাপ রয়েছে। কাওলা রেলগেট থেকে বনানী রেলস্টেশন একটি। ২য় ধাপ বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত। তৃতীয় ধাপ মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। এই তিন ধাপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হবে। এর প্রথম ধাপের ৬৬. ২৫, দ্বিতীয় ধাপের ৪১.৫০ এবং তৃতীয় ধাপের ২.৩৬ শতাংশ কাজ হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর