20 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দেশের সম্পদের কোনো ক্ষতি করা যাবে না: কর্নেল অলি

দেশের সম্পদের কোনো ক্ষতি করা যাবে না: কর্নেল অলি

কর্নেল অলি

বিএনএ, ঢাকা : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আন্দোলনের সাফল্যের জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনাদের সবাইকে ধৈর্যের সঙ্গে থাকতে হবে। দেশের সম্পদের কোনো ক্ষতিসাধন করা যাবে না।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এলডিপি প্রেসিডেন্ট বলেন, এখন একটি সুন্দর জাতীয় সরকার গঠন সময়ের দাবি। এই সরকারে কোনো অদক্ষ, দুর্নীতিবাজ, দাগি, নীতি-নৈতিকতাহীন, দেশদ্রোহী, অবৈধ সরকারের সুবিধাভোগী কাউকে অন্তর্ভুক্ত করা যাবে না।

তিনি বলেন, স্বৈরশাসককে পদত্যাগে বাধ্য করতে গিয়ে যেসব ছেলে-মেয়ে/ভাই-বোন শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

সবশেষে অলি আহমদ বলেন, শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি। তারা তাদের ভবিষ্যৎ আমাদের জন্য কোরবানি দিয়েছেন। প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সহায় হন এবং আমাদের সঠিক পথে পরিচালনা করেন। সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ