26 C
আবহাওয়া
৮:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » অন্তর্বর্তী সরকার গঠন করব, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান

অন্তর্বর্তী সরকার গঠন করব, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান


বিএনএ, ঢাকা:বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। ইন্টেরিম গভর্মেন্ট ফরম (অন্তর্বর্তী সরকার) করবো।প্রতিটি হত্যার বিচার হবে।সোমবার(৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন।দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন।   আমরা একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন।

সেনাবাহিনীর প্রধান আরও বলেন, আমরা দ্রুত মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবো।মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন।

এর আগে সেনাবাহিনী প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতা ছিলেন না। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, জাতীয় পার্টির সিনিয়র নেতা আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, গণসংহতির জোনায়েদ সাকী প্রমুখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ