বিএনএ, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মো. হাসান (৮) ও মো. হোসেন (৮) মুরাদনগর উপজেলার কবির হোসেনের যমজ দুই ছেলে।
বিজয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বলেন, ওই শিশুদের বাবার বাড়ি মুরাদনগরে। গত এক বছর আগে তাদের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে কবির হোসেন বাচ্চাদের নানার বাড়ি সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে তাদের জন্য বাড়ি করার ব্যবস্থা করেন। বাড়ি করার সময় জমির এক কোণ থেকে গর্ত করে মাটি তুলে ঘরের ভিটা বানান। এই গর্ত অনেক গভীর।
পরিবার সূত্রে জানা যায়, তারা খেলা করার একপর্যায়ে এক ভাই সেই গর্তে পড়ে গেলে আরেক ভাই তাকে দেখে বাঁচাতে যায়। এ সময় দুজনে ডুবে মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিএনএনিউজ/বিএম