19 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা : স্বামী আটক

গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা : স্বামী আটক


বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় পরকীয়া সন্দেহে সাথী আক্তার (২৪) নামে এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হান্নানকে (৩০) আটক করেছে পল্লবী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আহাদ আলী।

তিনি বলেন, পরকীয়া সন্দেহে সাথী আক্তার নামে এক গৃহবধুকে ছুরিকাঘাত করে তার স্বামী। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার স্বামী হান্নানকে আটক করি।

তিনি আরও জানান, আটকের পর নিহতের স্বামী আমাদের জানান পরকীয়া সন্দেহে সে ছুরিকাঘাতে সাথী আক্তারকে হত্যা করেছে। নিহতের একটি ছেলেকে নিয়ে পল্লবী সেকশন ৭ এলাকায় থাকতেন। নিহতের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া এলাকায়। বাগেরহাট থেকে তার স্বামী আজকেই ঢাকায় এসে এ ঘটনা ঘটায়। মরদেহটি আমরা বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ