17 C
আবহাওয়া
৬:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে এসি বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

চট্টগ্রামে এসি বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

চট্টগ্রামে এসি বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকার কেবিএস প্লাজায় এসি বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন- কাজি তৌহিদুল আলম ও মোহাম্মদ গফুর। এদের মধ্যে তৌহিদুল আলমের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি মেক্স কনস্ট্রাকশনের আইটি কর্মকর্তা বলে জানা গেছে।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে মিমি সুপার মার্কেটের পাশের মার্কেটে এ ঘটনা ঘটে।

তৌহিদুলের খালাতো ভাই শহীদুল আলম চৌধুরী বলেন, মিমি সুপার মার্কেট থেকে শপিং শেষে দাঁড়িয়েছিলো আমার খালাতো ভাই। এ সময় এসি বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, এসি বিস্ফোরণে দু’জন আহত হয়েছে। আমরা তাদের চমেক হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে চলে গেছেন তার পরিবার। বিস্তারিত পরে জানানো হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ