19 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু

বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু

ডেঙ্গু

বিএনএ বরিশাল : বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। গতকালের রিপোর্ট অনুযায়ী সোমবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চলতি মৌসুমের সর্বাধিক ৪৬ রোগী। চিকিৎসাধীন রোগীদের রয়েছে নানা অপ্রাপ্তি আর বঞ্চনার অভিযোগ। তবে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।

হাসপাতালের সর্বশেষ গতকালের রেজিস্ট্রার অনুযায়ী, সোমবার ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালের চারটি মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩০ রোগী। ওইদিন আরও ২৯ রোগী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি যান ১৩ রোগী। সে হিসাবে সোমবার হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৪৬ জন। যা চলতি মৌসুমের সর্বোচ্চ সংখ্যক। এর আগে রোববার চিকিৎসাধীন ছিলেন ৪১ জন, শনিবার ২৭ জন, শুক্রবার ৩৭ জন, বৃহস্পতিবার ৩০ জন এবং গত বুধবার চিকিৎসাধীন ছিলেন ৩০ ডেঙ্গু রোগী।

চিকিৎসাধীন রোগীরা জানান, চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মশারি দেওয়া হতো না। দুই দিন আগে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর কিছু সংখ্যক ডেঙ্গু রোগীকে মশারি দেওয়া হলেও এখনো অনেকে মশারিবিহীন চিকিৎসাধীন আছেন।

তারা বলেন, এত বড় হাসপাতালের ওয়ার্ডগুলোতে হাসপাতালের চিত্র নেই। মেঝে বাথরুম সব নোংরা ও দুর্গন্ধময়। ডাক্তার-নার্সরাও রোগীর তেমন খোঁজ-খবর নেয় না।

রোগীর স্বজন রাবেয়া বেগম জানান, মহিলা মেডিসিন ওয়ার্ডে টয়লেটের দরজার ছিটকানি নেই। একটা বাতিও নেই। অসহনীয় অবস্থা। ফ্লোরে ময়লা-নোংরা-দুর্গন্ধ। এতে রোগীর আরও সমস্যা হচ্ছে।

জাকিয়া আক্তার নামে এক রোগীর স্বজন জানান, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কিন্তু এই হাসপাতালে রোগীবান্ধব পরিবেশই নেই।

বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ