24 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নিজের গায়ে আগুন দেওয়া ছাত্রলীগের সাবেক নেতার মৃত্যু

নিজের গায়ে আগুন দেওয়া ছাত্রলীগের সাবেক নেতার মৃত্যু


বিএনএ, ঢাকা:  রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নিজের গায়ে আগুন দেওয়া ছাত্রলীগের সাবেক নেতা গাজী আনিস (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় তার।

আনিসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।তিনি জানান, আনিসের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থা শঙ্কটপন্ন হওয়ায় রাতেই তাকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর তিনি মারা যান।কাজী আনিস কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। হেনোলাক্স কোম্পানির কাছে তিনি এক কোটি ২৬ লাখ টাকা পেতেন। এ নিয়ে কয়েকবার সংবাদ সম্মেলনও করেন। টাকা ফিরে না পাওয়ার হতাশায় তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন।

শাহবাগ থানার এসআই গোলাম হোসেন বলেন, আনিসের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। বাবার নাম ইব্রাহিম বিশ্বাস। তিনি হেনোলাক্স কোম্পানির কাছে এক কোটি ২৬ লাখ টাকা পান। দীর্ঘদিন ধরে এই টাকা না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সোমবার (৪ জুলাই) বিকাল ৫টার দিকে গাজী আনিস জাতীয় প্রেস ক্লাবে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। আশঙ্কাজনক দগ্ধ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বিএনএ/আজিজুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ