বিশেষ প্রতিনিধি : ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার (কাপ পিরিচ প্রতীক) প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বিপুল ভোটে জয়ী হয়েছেন।
বুধবার (৫ জুন) বিকেল ৪টায় উপজেলার ৫৪টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ও নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
ছাগলনাইয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৯ হাজার ১ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৫৯ হাজার ৪ শত ৮৪ জন। ভোট প্রদানের হার ৩৫.২০ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে ১হাজার ২শত ২৫টি ভোট বাতিল হয়।
সবকটি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারী ফলাফলে দেখা যায়, মিজানুর রহমান মজুমদার (কাপ পিরিচ প্রতীক) ৫৪হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদের অপর প্রার্থী অ্যাডভোকেট শহিদ উল্লাহ মজুমদার দোয়াত কলম প্রতীক পান ১৩৪৯, আব্দুল হালিম আনারস প্রতীক পান ৬৬৩, সাংবাদিক কাজী ফারুক টেলিফোন প্রতীক পান ৭৯৯ ও মেহেদী হাছান মুকুট প্রতীক পেয়েছেন ৫২৭ ভোট।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন।
এছাড়া ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বিচারিক হাকিম) নেতৃত্বে ৩ প্লাটুন বিজিবি এবং র্যাব সদস্য, ১১টি মোবাইল টিম, ৪টি স্ট্রাইকিং ফোর্সসহ বিভিন্ন স্তরে পুলিশ, বিজিবি, র্যাবের টিম ভ্রাম্যমাণ হিসেবে ৫৪ ভোট কেন্দ্রে নিয়োজিত ছিলেন।
ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে রির্টানিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ জানান, উপজেলায় ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৮ হাজার ৯৮২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৬৩৩ জন ও মহিলা ভোটার ৮১ হাজার ৩৪৯ জন। ভোট কেন্দ্র ৫৪টি, বুথ ৪২৫টি।
এসজিএন/এইচমুন্নী