27 C
আবহাওয়া
১২:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মার্কশিট উধাও

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মার্কশিট উধাও


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি ট্রাংক থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দুইটি মার্কশিট উধাও হয়ে গেছে। এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) নগরীর পাঁচলাইশ থানায় এই জিডি করেছেন বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলম৷ তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলমের দায়েরকৃত সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, ‘আমার অফিস কক্ষে তিনটি ট্রাংকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৩ এর শিক্ষার্থীদের লক্ষাধিক নম্বরফর্দ রক্ষিত ছিল। গত ১৯ মে সকাল ১০টায় আমি দেখলাম, ওই তিনটি ট্রাঙ্কের মধ্যে একটি ট্রাঙ্কের লাগানো তালা নেই। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান মহোদয়কে লিখিতভাবে অবহিত করি।

পরবর্তীতে ৩ জুন বিকেল তিনটার সময় তদন্ত কমিটির নির্দেশক্রমে শিক্ষা বোর্ডের দুইজন কর্মকর্তার উপস্থিতিতে ভাঙা ট্রাংকটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ট্রাংকে শিক্ষার্থীদের দু’টি নম্বরফর্দ নেই।

জিডির সত্যতা নিশ্চিত করে বুধবার পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, পুলিশ এ ঘটনা তদন্ত করে দেখবে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ