17 C
আবহাওয়া
১০:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে সড়কে মিলল ব্যবসায়ীর মরদেহ

কক্সবাজারে সড়কে মিলল ব্যবসায়ীর মরদেহ


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের কুতুবদিয়ায় ধূরুং সড়ক থেকে মোহাম্মদ তারেক (৩০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তারেক উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুছার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে। তিনি পেশায় একজন এলপি গ্যাস ব্যবসায়ী।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি গোলাম কবির বলেন, রাতে কোন অনুষ্ঠানের দাওয়াতের কথা বলে বের হন তারেক। তারপর আর বাড়ি ফেরেননি। সকালে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে। প্রাথমিকভাবে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর রহস্য।

বিএনএ,নিউজ /রেহানা/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ