ঢাকা, ৫ জুন, ২০২৪ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে সারাদেশের ৫৮টি উপজেলায় বুধবার(৫জুন) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এর মধ্যে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা অন্যতম। অন্যান্য উপজেলার মত এখানেও প্রশাসন ছাগলনাইয়ায় ভোট গ্রহণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
জানা যায়, ছাগলনাইয়া উপজেলায় ১ লাখ ৬৬ হাজার ২ শত ৭২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ৭ শত ৯২ জন। নারী ৮০ হাজার ৪ শত ৭৯ জন। কেন্দ্র রয়েছে ৫৪টি। এই সব ভোটার ৫ জুন ৫ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী থেকে ১ জন চেয়ারম্যান, ১ জন মহিলা ভাইস চেয়ারম্যানকে তাদের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করবেন।ইতোপূর্বে পুরুষ ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
ছাগলনাইয়া হবে দূর্নীতি-স্বজনপ্রীতি ও মাদক মুক্ত স্মার্ট উপজেলা – মিজান
নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার কাপ-পিরিচ প্রতীক, অ্যাডভোকেট শহিদ উল্লাহ মজুমদার দোয়াত কলম প্রতীক, আব্দুল হালিম আনারস প্রতীক, সাংবাদিক কাজী ফারুক টেলিফোন প্রতীক ও মেহেদী হাছান মুকুট প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী কলস প্রতীক ও নাসিমা আক্তার সেলাই মেশিন প্রতীক।
বিএনএনিউজ/ এসজিএন