27 C
আবহাওয়া
৬:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ৪১০ হজ যাত্রী নিয়ে ছেড়ে গেল বিমানের প্রথম ফ্লাইট

৪১০ হজ যাত্রী নিয়ে ছেড়ে গেল বিমানের প্রথম ফ্লাইট

৪১০ হজ যাত্রী নিয়ে ছেড়ে গেল বিমানের প্রথম ফ্লাইট

বিএনএ ডেস্ক: সৌদি আরবের উদ্দেশে ৪১০ হজ যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিদের বিদায় জানায়।

তবে প্রথমে ফ্লাইটে যেতে পারেনি পাঁচ যাত্রী। এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, পাঁচ জনের মধ্যে একজন করোনা আক্রান্ত। তিনজন সময় মতো আসতে পারেনি। অন্যজনের কাগজপত্রে সমস্যা ছিলো। তবে যিনি করোনা আক্রান্ত হয়েছেন বা হবেন তাদের পরবর্তীতে সাত থেকে ১৪ দিন পর অন্য ফ্লাইটে পাঠানো হবে।

বাংলাদেশ হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানান, সৌদি আরবের দুটি এয়ারলাইন্স সৌদিয়া এবং ফ্লাইনাস আগামী ৮ জুনের পর থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু করবে।

বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালনের জন্য একজন মুসল্লিকে ন্যূনতম ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা ব্যয় করতে হবে। ২০২০ সালের তুলনায় যা ১ লাখ ৬৮ হাজার ১৫০ টাকা বেশি।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য হোটেল এবং মসজিদ-উল হারামের মধ্যে আবাসনের দূরত্বের ওপর নির্ভর করে দুই শ্রেণির হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

প্যাকেজ-১-এর অধীনে প্রত্যেককে ন্যূনতম ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা দিতে হবে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার গ্র্যান্ড মসজিদের দেড় হাজার মিটারের মধ্যে থাকার জায়গা পাবেন।

প্যাকেজ ২-এর অধীনে একজন হাজিকে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা দিতে হবে। তারা মসজিদুল হারামের ১ হাজার মিটারের মধ্যে থাকার জায়গা পাবেন।

৪১০ হজ যাত্রী নিয়ে ছেড়ে গেল বিমানের প্রথম ফ্লাইট
৪১০ হজ যাত্রী নিয়ে ছেড়ে গেল বিমানের প্রথম ফ্লাইট

এ ছাড়া সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী প্রত্যেককে সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কুরবানির পশুর কুপনের জন্য অতিরিক্ত ১৯ হাজার ৬৮৩ টাকা দিতে হবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ৬৫টি রাউন্ড ট্রিপসহ ১৩০টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে ৩টি বোয়িং ৭৭৭ বিমানের মাধ্যমে ২৯ হাজার হজযাত্রী বহন করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর সারা বিশ্বের ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পালনের সুযোগ পাবেন। এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না সৌদি সরকার।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ