বিএনএ, চট্টগ্রাম: বিএম কন্টেইনার ডিপোতে সৃষ্ঠ অগ্নিকাণ্ডে হতাহত সকলকে সর্বোচ্চ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে জানিয়েছেন ডিপোর পরিচালক মুজিবুর রহমান।
ঘটনার পর শনিবার (৪জুন ) মধ্যরাতে চট্টগ্রামের সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি বলেন, কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারনা করছি। নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে হতাহতদের পাশে থাকব বলে ঘোষণা দিয়েছে। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে।
মুজিবুর রহমান আরও বলেন, চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ বহন করবো। এ দুর্ঘটনায় যারা হতাহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া হবে। পাশাপাশি সকল হতাহতের পরিবারের দায়িত্ব নেয়া হবে। প্রশাসন যেভাবে সিদ্ধান্ত দিবে সেভাবেই সহায়তা করা হবে।
বিএনএনিউজ২৪,জিএন