19 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » বিস্ফোরণে এক কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত

বিস্ফোরণে এক কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত

বিএম ডিপোর অগ্নিকাণ্ড: চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম:সীতাকুন্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিস্ফোরণে প্রায় এক কিলোমিটার এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। শতাধিক মানুষ আহত হয়েছেন।  বিপজনক পদার্থ ভর্তি কন্টেইনারে আগুন লাগার কারণে  বিস্ফোরিত হয়। আগুন দ্রুত কন্টেইনার ডিপোর ভেতরে ছড়িয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার(৪জুন) রাত সাড়ে নয়টারর দিকে সীতাকুন্ডের কদমরসুল বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

আহতদের আহাজারি ও ভিরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, বার্ণ ইউনিট লোকেলোকারণ্য হয়ে যায়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটযোগে ফায়ারফাইটাররা  প্রায় ৩-থেকে সাড়ে ৩ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার পর বেশ কয়েকটি কনটেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কনটেইনারে রসায়নিক পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষ্ফোরণে ঘটনাস্থলের এক কিলোমিটার এলাকা পর্যন্ত অনেকেই দগ্ধ হয়েছেন। ওইসব এলাকার বাসা বাড়ির সকল জানালার কাঁচ( গ্লাস) ফেটে গেছে।

সীতাকুন্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিস্ফোরণের বিকট শব্দে এক কিলোমিটার এলাকার ভবনের কাঁচসমূহ ভেঙ্গে পড়েছে।

আগের নিউজ: সীতাকুন্ডে বিএম কন্টেইনারে ডিপোতে বিস্ফোরণ, আহত অন্তত ১০০ জন

বিএনএনিউজ২৪.জিএন

Loading


শিরোনাম বিএনএ