23 C
আবহাওয়া
৮:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে সেনাবাহিনী-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ২০

মিয়ানমারে সেনাবাহিনী-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ২০

মিয়ানমারে সেনাবাহিনী-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ২০

বিএনএ ডেস্ক : মিয়ানমারের ইরাবতী ব-দ্বীপ অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ গ্রামবাসী নিহত হয়েছে। শনিবার (০৫ জুন)  সেনাদের বিরুদ্ধে গুলতি ও তীর-ধনুক নিয়ে রুখে দাঁড়িয়েছেন গ্রামবাসীরা। ইয়াঙ্গুন থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে হালায়াসওয়ে এলাকায় শনিবার ভোরের আগে থেকে সংঘর্ষ শুরু হয়।

কথিত অস্ত্র উদ্ধারের নামে সেনারা গ্রামবাসীদের লাঞ্ছিত করলে তারা গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।গ্রামবাসীরা জানান,   শুধু তীর হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে স্থানীয় অনেকে হতাহত হয়েছেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারিতে সামরিক অভু্থ্থানের  পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর হাতে ৮৪৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অব্যাহত সংঘাতে মিয়ানমার অনেকটাই অচল হয়ে পড়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ