14 C
আবহাওয়া
২:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » বুর্কিনা ফাসোর গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত ১০০

বুর্কিনা ফাসোর গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত ১০০

বুর্কিনা ফাসোর গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত ১০০

বিএনএ বিশ্বডেস্ক : আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরে একটি গ্রামে সন্ত্রাসীদের হামলায় প্রায় ১০০ মানুষ নিহত হয়েছে। হামলার সময় তাদের ঘরবাড়ি এবং মার্কেটও পুড়িয়ে দেয়া হয়েছে।

সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির উত্তরে সোলহান নামের ওই গ্রামে সন্ত্রাসীরা রাতভর হামলা চালিয়ে সেখানকার মানুষদের হত্যা করে। এই ঘটনায় এখনও কেউ বা কোনো জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে দেশটিতে বিশেষ করে নাইজার ও মালি সীমান্তবর্তী এলাকায় ইসলামপন্থী জঙ্গিদের এই ধরনের হামলা প্রায়শ দেখা যায়।

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে মালি, চাদ, মরিতানিয়া, নাইজার ও বুর্কিনা ফাসো থেকে সৈন্যদের সহায়তা দিচ্ছে ফ্রান্স বাহিনী। তবে মালির সাম্প্রতিক অভ্যুত্থানের পর থেকে তাদেরকে সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ফ্রান্স।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ