26 C
আবহাওয়া
৪:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » আশুলিয়ায় ৪৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় ৪৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় ৪৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিএনএ, সাভার : আশুলিয়ায় ৪৯০০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান তালুকদার (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (০৫ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিপিসি-২ র‌্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন রাকিব মাহমুদ খান।

এর আগে শনিবার দুপুরের দিকে উপজেলার আশুলিয়ার নবীনগর সেনা কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়।আটককৃত আব্দুর রহমান তালুকদার বরিশালের গৌরনদী থানার বার্থী ইউনিয়নের কটোকস্থল এলাকার মৃত মোবারক তালুকদারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন খবরে জানা যায় ওই অভিযুক্ত আব্দুর রহমান মাদক কারবারির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৪৯০০ পিস ইয়াবা, নগদ ১৭২০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এবিষয়ে সিপিসি-২ র‌্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

বিএনএ/ ইমরান খান,ওজি 

Loading


শিরোনাম বিএনএ