23 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » মালিবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মালিবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় সাবিনা আক্তার পাখি (১০) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের প্রতিবেশী হাবিবুর রহমান জানান, চৌধুরীপাড়া আবুল হোটেলের পেছনে সোনা মিয়া গলির মাজেদা বেগমের টিনশেড বাড়িতে ভাড়া থাকে শিশুটির পরিবার। শনিবার

দুপুর ২টার দিকে বৃষ্টির সময় বাসার সামনে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে অচেতন হয়ে পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ২ভাই ২ বোনের মধ্যে সে ৩য় ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ