19 C
আবহাওয়া
২:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশে করোনায় বাড়ছে মৃতের সংখ্যা

বাংলাদেশে করোনায় বাড়ছে মৃতের সংখ্যা

করোনা: সিলেটে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৭ জনের

বিএনএ, ঢাকা: বাংলাদেশে করোনায় মৃত্যু বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায়(শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮০১ জনে। এছাড়া একই সময়ে দেশে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৪৭ জন।

শনিবার(৫জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ১১৫ জনের।

এর আগে শুক্রবার (০৪ জুন) দেশে করোনায় ৩৪ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৮৮৭ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়েছিল।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ