বিএনএ, ঢাকা : মিরপুরে টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের করা ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৯ রান তুলে বাংলাদেশ। তাতেই লিড পায় ১৫৫ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ বিকেলে ৪ উইকেটে ২৭ রান তুলেছে আইরিশরা। ফলে ইনিংস ব্যবধানে হার ঠেকাতে আয়ারল্যান্ডের দরকার আরও ১২৮ রান।