18 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » টেস্টের দ্বিতীয় দিন, নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল

টেস্টের দ্বিতীয় দিন, নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল


বিএনএ, ঢাকা : মিরপুরে  টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের করা ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৯ রান তুলে বাংলাদেশ। তাতেই লিড পায় ১৫৫ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ বিকেলে ৪ উইকেটে ২৭ রান তুলেছে আইরিশরা। ফলে ইনিংস ব্যবধানে হার ঠেকাতে আয়ারল্যান্ডের দরকার আরও ১২৮ রান।

 

তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম দিনের খেলায় ২১৪ রানেই অলআউট হয়ে যায় সফররত আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শেষ বিকেলে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। প্রথম ওভাবেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। আর দিনের শেষ বলে আউট হয়েছেন তামিম ইকবাল খান।

দ্বিতীয় দিনের খেলায় আজ ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত ব্যাটার মুমিনুল হক। সঙ্গী হিসেবে সাকিবকে পান তিনি। দিনের শুরুটাই ভালো হলো না বাংলাদেশের। মার্ক আদায়ের বলে ব্যক্তিগত ১৭ রানে সাজঘরে ফেরেন মুমিনুল।

৪০ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে তুলেন ১৫৯ রান। তাতেই সুবিধাজনক অবস্থানে চলে আসে টাইগাররা। ফিফটি পূরণের পর সেঞ্চুরির পথে হাঁটছিলেন সাকিব। কিন্তু ৯৪ বলে ৮৭ রানে ফেরেন তিনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ