27 C
আবহাওয়া
৮:১৩ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন


বিএনএ, গাজীপুর  প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পূবাণী গ্রুপের পোশাক কারখানায় (ইয়ান ডাইয়িং) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মৌচাক নূরবাগ এলাকায় অবস্থিত কারখানায়  আগুন লাগে।

কারখানার শ্রমিক ও স্টাফদের তথ্যে জানাগেছে, ডাইয়িং ডিভিশনের ইস্টানডার মেশিনে অতিরিক্ত ময়লা জমে যাওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হয়। পরে মুহুর্তের মধ্যে মেশিনে আগুন লেগে যায়।

আগুনের লেলিহান দেখে, সকালে কারখানায় প্রবেশরত শ্রমিকরা এবং মেইন গেটে দায়িত্বরত সিকিউরিটি সদস্যরা দৌঁড়ে গিয়ে, ফায়ার হোস পাইপের মধ্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায়  আধঘন্টা সময় লাগে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে।

প্রাথমিকভাবে আগুন লাগার ঘটনায় কারখানার কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা জানা যায়নি। তবে এতে কোন শ্রমিক -কর্মচারী হতাহতের ঘটনা- ঘটেনি বলে কর্তৃপক্ষ জানায়।

এ ব্যাপারে কারখানার মানব সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রুহল জানান, সকালে যখন শ্রমিক কর্মচারীরা কারখানায় প্রবেশ করছিল। এমন সময় ডাইয়িং ডিভিশনের ইস্টানডার মেশিনে আগুন লাগে। পরে শ্রমিকরাই ফায়ার পাইপের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন ।
বিএনএনিউজ/রুকন,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
রাশিয়ায় তেল ডিপোতে ইউক্রেনের হামলা প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান আনোয়ারায় নৌযান মালিক-মাঝিদের প্রশিক্ষণ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৪ যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত