29 C
আবহাওয়া
৫:৩২ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মা হচ্ছেন নাবিলা

মা হচ্ছেন নাবিলা

নাবিলা

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো মা হতে চলেছেন বহুল আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমার নায়িকা মাসুমা রহমান নাবিলা। খুশির খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নাবিলা নিজেই। পাশাপাশি করোনা সতর্কতার বার্তাও প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী জোবাইদুল হক রিমের সঙ্গে বেবি বাম্পের একটি ছবি পোস্ট করেছেন ‘আয়নাবাজি খ্যাত’ এ অভিনেত্রী।

ভেরিফাইড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে বেবি বাম্পের ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এপ্রিল আমার এবং পরিবারের জন্য বিশেষ মাস। এই অসাধারণ এপ্রিল মাসেই খুশির খবরটি সবার সঙ্গে শেয়ার করছি। জুলাই মাসে আমাদের জীবনে নতুন ভালোবাসার আগমন ঘটবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এমন সুখবরের পাশাপাশি সবাইকে করোনাকালে নিরাপদে ও সামাজিক দূরত্ব মেনে চলারও অনুরোধ করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালে রাজধানীর মহাখালীর এক কনভেনশন সেন্টারে ব্যাংকার জোবাইদুল হক রিমকে বিয়ে করেন তিনি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ