স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির ক্লাব ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। ফুটবলবিশ্বে এখন একটাই প্রশ্ন, আগামী মৌসুমে কী মেসি থাকবেন বার্সায়? বার্সা অধিনায়ককে নিয়ে আবার বিভক্ত ফুটবল বিশেষজ্ঞরাও। তাদের মধ্যে কয়েকজনের যেমন দাবি, মেসি বার্সা ছাড়বেন। আবার কয়েকজন মনে করেন, মেসি নিজের প্রিয় ক্লাব ছাড়বেন না। তবে শর্ত মানলেই নাকি বার্সায় থাকবেন মেসি!
মেসির দেওয়া শর্তগুলো কী। একবার দেখে নেওয়া যাক–
১. কম্পিটিটিভ দল। মেসি চান আগামী মৌসুমে এমন দল তৈরি করা হোক যাতে ফের ম্লান হওয়া আধিপত্য ফিরে পায় বার্সা। এই কিংবদন্তী ফুটবলারের ইচ্ছা, দল যাতে প্রতিটা ট্রফির জন্য লড়াই করে।
২. আর্লিং হালান্ড ও সার্জিও আগুয়েরো। মেসি নাকি ব্যক্তিগতভাবে লাপোর্তার কাছে আবেদন করেছেন, যাতে হালান্ড ও আগুয়েরোকে নিয়ে আসে ক্লাব। তার দাবি হালান্ড-আগুয়েরোকে নিতে পারলে দল লুইস সুয়ারেজের অভাব আর টের পাবে না।
৩. তরুণ ফুটবলারদের তুলে আনা। মেসির মতে লা-মাসিয়া থেকে বার্সার নতুন প্রজন্ম তৈরি করাটা খুবই জরুরি। ফলে আনসু ফাতির মতো আরও অনেক তরুণ ফুটবলারকে সিনিয়র দলে দেখতে চান তিনি।
৪. দল বা ব্যক্তিগত কোনও সমস্যা হলে বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার সঙ্গে সরাসরি কথা বলতে চান মেসি।
বিএনএনিউজ২৪/এমএইচ