26 C
আবহাওয়া
৮:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » এস আলম সুগার মিলে আগুন জ্বলছেই

এস আলম সুগার মিলে আগুন জ্বলছেই

এস আলম সুগার মিলের আগুন জ্বলছেই

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত এস আলম সুগার মিলের আগুন ১৮ ঘণ্টার চেষ্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।মঙ্গলবার(৫ মার্চ) সকালে(৮টা) দেখা যায়, ফায়ার সার্ভিসের ফাইটারদের ১৪টি ইউনিটের সঙ্গে কাজ করছে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সদস্যরা। তবে ঘটনাটি তদন্তে এরই মধ্যে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে কর্ণফুলি থানার মইজ্জারটেক এলাকায় এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওই সুগার মিলে এ আগুনের সূত্র পাত হয়।

সেখানে প্রায় সাড়ে ৫০০ শ্রমিক-কর্মচারী কাজ করেন। আগুন লাগার পর কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য তেল চিনি আমদানী ও উৎপাদনকারী এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বলেন, ‘মিল চালু থাকা অবস্থায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) শাকিলা ফারজানা গণমাধ্যম কর্মীদের বলেন, আগুনের সূত্র পাত হবার পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের গাড়ির সংখ্যাও বাড়ানো হয়েছে; কিন্তু কিছুতেই আগুন পুরোপুরি নিভছেনা। 

বিএনএ,এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ