বিএনএ ডেস্ক : অসুস্থ হয়ে পড়ায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে যোগে ঢাকায় আনা হয়েছে। রবিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তাকে ঢাকায় আনা হয়।
খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ মার্চ খাদ্যমন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকা সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নওগাঁয় অবস্থান করছিলেন। আগামীকাল সোমবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার।
খাদ্যমন্ত্রীকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। তিনি তীব্র কোলেসিস্টাইটিসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার পোরশা উপজেলায় দলীয় সমাবেশে অংশ নিতে গিয়ে অসুস্থ বোধ করেন খাদ্যমন্ত্রী।
কামাল হোসেন আরও জানান, ওই দিন থেকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষায় খাদ্যমন্ত্রীর পিত্তথলিতে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি ঢাকায় না গিয়ে নওগাঁয় তাঁর নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
গত সোমবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে নিজ জেলায় অবস্থান করছিলেন খাদ্যমন্ত্রী।
বিএনএনিউজ২৪/হাফিজ, জিএন