বিএনএ বিশ্ব ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হতে পারেন। ইতোমধ্যে তার বাসভবনে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পৌঁছেছে ইসলামাবাদ পুলিশ। রবিবার (৫ মার্চ) পুলিশ ইমরান খানের জামান পার্কের বাসায় প্রবেশ করে।
ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল গত ২৮ ফেব্রুয়ারি ফেডারেল সাবেক প্রধানমন্ত্রীর জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সরকার প্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের সেকশন কোর্ট।
খবরে বলা হয়েছে, পরোয়ানা জারির কয়েকদিন পর ইসলামাবাদ পুলিশ রবিবার তাদের পাঞ্জাব পুলিশের সহযোগীদের নিয়ে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে পৌঁছেছে। তোশাখানা মামলার শুনানিতে ক্রমাগত অনুপস্থিতির জন্য সম্প্রতি তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানা কার্যকর করতেই তাকে গ্রেপ্তার করতে গেছে পুলিশ।
সব আইনি শর্ত পূরণের পর ইমরান খানকে গ্রেপ্তার করা হবে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইমরান খানকে গ্রেপ্তার করলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পিটিআই এর সিনিয়র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী।
এক টুইটবার্তায় ফাওয়াদ চৌধুরী বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করার যেকোনও প্রচেষ্টা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটাবে। আমি এই অযোগ্য এবং পাকিস্তান বিরোধী সরকারকে সতর্ক করতে চাই যে, পাকিস্তানকে আরও সংকটের দিকে ঠেলে দেবে না।’
এরই মধ্যে ইমরান খানের বাড়ির সামনে জড়ো হয়েছেন পিটিআই কর্মী-সমর্থকরা। দলীয় কর্মীদের সেখানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন ফাওয়াদ চৌধুরীও।
বিএনএনিউজ২৪/ডেস্ক/হাফিজ,জিএন