28 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » উখিয়ায় তিন রোহিঙ্গা দুষ্কৃতিকারী গ্রেফতার

উখিয়ায় তিন রোহিঙ্গা দুষ্কৃতিকারী গ্রেফতার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় তিন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে র‌্যাব ও এপিবিএন।বৃহস্পতিবার (৫ মার্চ) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নূর আলমের ছেলে আছমত উল্লাহ, মাওলানা রহমত উল্লাহর ছেলে আব্দুর রহমান, ফকির মাহমুদের ছেলে আবু সামা। তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তারা  আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য বলে জানা গেছে।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) র‌্যাব ও এপিবিএন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি তিন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা আরসার সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

গ্রেফতারকৃত তিন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বিএনএ/ শাহীন, বিএম, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ