24 C
আবহাওয়া
২:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ২০ বছর পর ট্রিপল মার্ডারের সাজাপ্রাপ্ত ক্যারাটি জামাল আটক

২০ বছর পর ট্রিপল মার্ডারের সাজাপ্রাপ্ত ক্যারাটি জামাল আটক


বিএনএ, চট্টগ্রাম: হাটহাজারীতে আলোচিত ও চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ জামাল ওরফে ক্যারাটি জামালকে আটক করেছে র‌্যাব। তিনি দীর্ঘ ২০ বছর পলাতক ছিলেন। আটককৃত জামাল উপজেলার চারিয়া কাজীপাড়ার মৃত সৈয়দ করিমের ছেলে।

রোববার (৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বাদী ও প্রত্যক্ষদর্শী মজ্জল মাস্টারের বরাত দিয়ে র‌্যাব জানায়, জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে মৃত আবুল বশর, বাদশাহ ও কাশেমদের সাথে জামালের পরিবারের দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিল। গত ২০০৩ সালের ২৬মে সকাল ১১টায় জামাল ও তার পরিবারের সদস্যরা হাটহাজারীর চারিয়া কাজীপাড়া এলাকার আবুল বশর, বাদশাহ ও কাশেমের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি গুলি করে, কিরিচ ও দা দিয়ে কুপিয়ে ৩ জনকেই হত্যা করে। এ ঘটনার পর জামাল ও তার অপরাপর সহযোগীরা পালিয়ে যায়। নিহতদের ভাই মজ্জল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় ধৃত জামালসহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জামালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। গ্রেফতার এড়াতে তিনি পলাতক থাকেন। র‌্যাব তাকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ক্যারেটি জামাল হাটহাজারীর চারিয়া এলাকার একটি বাড়িতে আত্মগোপন করে আছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ বিএম, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ