24 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » মুন্সিগঞ্জে কাভার্ডভ্যান-বাসের ধাক্কায় নিহত ২

মুন্সিগঞ্জে কাভার্ডভ্যান-বাসের ধাক্কায় নিহত ২


বিএনএ ডেস্ক : মুন্সিগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাসে কাভার্ডভ্যান ও বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আরও ৯জন আহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছে কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৬০) ও একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ হোসাইন (১০)।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামে যাচ্ছিলেন গিয়াস উদ্দিন। এ সময় চালকসহ মাইক্রোবাসটিতে ছয়জন যাত্রী ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে মাইক্রোবাসটি মহাসড়কের বাউশিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মাক্রোবাসটি উল্টে পাশের ঢাকাগামী লেনে পড়ে। সেখানে শান্তি পরিবহনের একটি বাস পুনরায় ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুলাল মিয়া ও মোহাম্মদ হোসাইনের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ