24 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » আবারও বিয়ে করছেন তৃণা সাহা

আবারও বিয়ে করছেন তৃণা সাহা

তৃণা সাহা

বিনোদন ডেস্ক: এক দশক ধরে চুটিয়ে প্রেম করার পর বছর দুই আগে বিয়ের পিঁড়িতে বসেছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। প্রথমে তাদের বিয়ে সংসারই ছিল সামাজিক মাধ্যমে চর্চার হট টপিক। তারা কিছু পোস্ট করলেই সেটা চলে আসত ট্রেন্ডিংয়ে। কিন্তু বিগত মাস কয়েক ধরে আগের নীল-তৃণাকে মিস করছেন অনুরাগীরা।

জুটির মধ্যে আগের সেই রসায়নটা উধাও, দাবি ‘তৃনীল’ ভক্তদের। দুজনের মধ্যে দূরত্ব যেন হঠাৎ করেই বেড়ে গিয়েছে বহুগুণ। আর তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে দুজনের কাজকর্মেই। অসুস্থ তৃণাকে রেখে সিনেমা দেখতে চলে যাচ্ছেন নীল। জন্মদিনটাও আগের মতো কাটাচ্ছেন না একসঙ্গে। অবধারিতভাবে ওঠে বিচ্ছেদের গুঞ্জন।

এর আগে অবশ্য এসব ঘটনাকে শুধুই রটনা বলে কাটিয়ে দিয়েছেন তৃণা। কিন্তু এবার তার মুখেই শোনা গেল অন্য সুর। আবার বিয়ে করছেন, ঘোষণা দিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, নিজের নতুন হবু স্বামীর ছবিও প্রকাশ্যে আনলেন তিনি।

পাত্রও টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ। তিনি অভিনেতা কৌশিক রায়। এর আগে ‘খড়কুটো’ সিরিয়ালে কৌশিক তৃণার ‘সৌগুন’ জুটি জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল। সেই জুটি আবার ফিরেছে ‘বালিঝড়’ সিরিয়ালে। আর হ্যাঁ, ঠিকই ধরেছেন; বিয়েটাও হচ্ছে অনস্ক্রিনেই।

‘বালিঝড়’ সিরিয়ালে মহার্ঘ্য আর ঝোরার বিয়ের ট্র্যাক চলছে। শুটের ফাঁকে চুটিয়ে ফটোশুট করছেন তৃণা-কৌশিকসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। অনস্ক্রিন হবু বরের সঙ্গে এমনি একটি ছবি শেয়ার করে তৃণা লিখেছেন, আবার বিয়ে।

সকলে যে বেশ মজা করেই শুটিং করছেন তা স্পষ্ট তৃণার পোস্টগুলো দেখেই। তবে শুরু থেকেই টিআরপি বেশ কম ‘বালিঝড়’ সিরিয়ালের। বিয়ের ট্র্যাক দেখিয়ে সেটা বাড়ে কি না- সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ