18 C
আবহাওয়া
১১:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে বিস্ফোরণ: দ্বিতীয় দিনের উদ্ধার কাজ চলছে

সীতাকুণ্ডে বিস্ফোরণ: দ্বিতীয় দিনের উদ্ধার কাজ চলছে

চট্টগ্রাম

বিএনএ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

রোববার (৫ মার্চ) সকালে এ উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

এর আগে, শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আলো স্বল্পতার কারণে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিস্ফোণের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ওই কমিটিকে ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে ভরা হচ্ছিল অক্সিজেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বেশ কয়েকটি সিলিন্ডারে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের ৩টি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও ৬টি ইউনিট। এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ