22 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুন, নিহত ১৮

ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুন, নিহত ১৮


বিএনএ, বিশ্বডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি তেলের ডিপোতে আগুনে ১৮ জনের মৃত্যু ও ৫০ জন আহত হয়েছে। পুড়ে যাওয়া বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ এক ডজনেরও বেশি মানুষের খোঁজে শনিবার (৪ মার্চ) তল্লাশি চালিয়েছে উদ্ধার দল ও দমকল কর্মীরা।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতের ঠিক আগে, অন্তত ২৬০ জন দমকল কর্মী, ৫২টি ফায়ার-ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে, দুই ঘন্টা ধরে জ্বলতে থাকা এই আগুন এলাকায় আতঙ্ক ছড়ায়।

প্রাপ্ত ছবিতে দেখা গেছে, কালো ধোঁয়া ও কমলা রঙের আগুনে আকাশ ভরে যাওয়ায় শত শত মানুষ আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে।

দেশটির জাতীয় পুলিশ বাহিনীর প্রধান লিস্তিও সিজিত প্রাবোউ জানিয়েছেন, ১৩শ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা ১০টি সরকারি অফিস, একটি রেড ক্রস কমান্ড পোস্ট এবং একটি স্পোর্টস স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন।আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত চলছে; আর এ বিষয়ে কয়েক ডজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি।

২০১৪ সালে একই জ্বালানি ডিপোতে আগুন লেগেছিলো। সে সময় অন্তত ৪০টি বাড়ি পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ